
আকাশ চৌধুরী
শিবালয় থানাার ঢাকা-আরিচা মহাসড়কে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুয়া ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কর্মচারীকে ভয়ভীতি দেখিয়ে ৮০ লাখ টাকা মূল্যের ৬০ ভরি স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শিবালয় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করেছে শিবালয় থানা পুলিশ।
ভুক্তভোগী উসমান (৪২) সিংগাইর থানার গোবিন্দল জামটি বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর কর্মচারী। তিনি চুয়াডাঙ্গার একটি জুয়েলার্সে ৬০ ভরি স্বর্ণ সরবরাহের দায়িত্বে ছিলেন। গত ১৮ অক্টোবর সকাল ৯টার দিকে তিনি সিএনজিযোগে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।
পথে অভিযুক্ত মো. নুর নবী ওরফে নুহু নবী (৪২) একাধিকবার ফোন করে উসমানকে উথুলী বাসস্ট্যান্ডে দেখা করতে বলেন। সেখানে পৌঁছালে উসমানকে ভাই ভাই হোটেলে খাওয়ানো হয় এবং পরে একটি রিকশায় তুলে দেওয়া হয়।
বোয়ালী বড় ব্রিজের কাছে পৌঁছালে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্বর্ণ অবৈধ বলে দাবি করে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ৬০ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।
ভয়ে হতবিহ্বল উসমান সরাসরি মালিকের দোকানে ফিরে গিয়ে ঘটনাটি জানান। পরে পরিবারের পরামর্শে শিবালয় থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ তদন্তে নেমে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রধান অভিযুক্ত মো. নুর নবী ওরফে নুহু নবীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শিবালয় থানায় মামলা রুজু করা হয়েছে (এফআইআর নং-৯, জি আর নং-১৫৯, তারিখ- ২১ অক্টোবর ২০২৪)। পেনাল কোড ১৮৬০-এর ১৭০/৩৪১/৩৯২/৫০৬/৩৪ ধারায় মামলাটি গ্রহণ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সুমন চক্রবর্তী জানিয়েছেন, বাকি আসামিদের গ্রেপ্তার ও লুট হওয়া স্বর্ণ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল- মামুন বলেন, গ্রেপ্তারের পর আসামিকে আজ ১৭ ফেব্রুয়ারি সকালে আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুয়া পুলিশ পরিচয়ে সংঘটিত এমন চাঞ্চল্যকর ছিনতাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।