০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি এআরএম আল মামুন

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ১১:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • 100

আকাশ চৌধুরী
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা স্মারক পেলেন শিবালয় থানার ওসি এআরএম আল-মামুন। তার দক্ষ নেতৃত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করেন।

সম্প্রতি মানিকগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার ইয়াছমিন খাতুনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা তার কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তার অবদানের কথা তুলে ধরেন।

উল্লেখ্য, এআরএম আল-মামুন ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর শিবালয় থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। মাদক নির্মূল, সন্ত্রাস দমন, সামাজিক অপরাধ প্রতিরোধসহ জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন।

এই অর্জন প্রসঙ্গে এআরএম আল-মামুন দৈনিক বাঙলার জাগরণ কে বলেন এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি পুরো শিবালয় থানার টিমওয়ার্কের ফল। আমরা জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ, এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, ওসি আল-মামুনের নেতৃত্বে থানার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। অপরাধ কমে যাওয়ার পাশাপাশি, পুলিশ ও জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

শিবালয় থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে। অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো হবে এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আল-মামুনের এই অর্জন মানিকগঞ্জ জেলা পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার নেতৃত্বে শিবালয় থানা আরও জনবান্ধব ও আধুনিক সেবা প্রদানের দিকে এগিয়ে যাবে বলে আশা করেন।

ট্যাগস :

শিবালয় বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিনের বিগত দিনের কর্মকান্ড

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি এআরএম আল মামুন

আপডেট : ১১:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

আকাশ চৌধুরী
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা স্মারক পেলেন শিবালয় থানার ওসি এআরএম আল-মামুন। তার দক্ষ নেতৃত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করেন।

সম্প্রতি মানিকগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার ইয়াছমিন খাতুনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা তার কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তার অবদানের কথা তুলে ধরেন।

উল্লেখ্য, এআরএম আল-মামুন ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর শিবালয় থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। মাদক নির্মূল, সন্ত্রাস দমন, সামাজিক অপরাধ প্রতিরোধসহ জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন।

এই অর্জন প্রসঙ্গে এআরএম আল-মামুন দৈনিক বাঙলার জাগরণ কে বলেন এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি পুরো শিবালয় থানার টিমওয়ার্কের ফল। আমরা জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ, এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, ওসি আল-মামুনের নেতৃত্বে থানার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। অপরাধ কমে যাওয়ার পাশাপাশি, পুলিশ ও জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

শিবালয় থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে। অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো হবে এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আল-মামুনের এই অর্জন মানিকগঞ্জ জেলা পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার নেতৃত্বে শিবালয় থানা আরও জনবান্ধব ও আধুনিক সেবা প্রদানের দিকে এগিয়ে যাবে বলে আশা করেন।