
আকাশ চৌধুরী
শিবালয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে উথুলী ইউনিয়নের আওয়ামীলীগ নেতাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। (১১ ফেব্রুয়ারি) সকালে এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ এআরএম আল-মামুন। আটকৃতদের মধ্যে উথুলী ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মো: মোক্তার আলী (৭০), সিনিয়র সহ-সভাপতি মো: আবুল হোসেন (৬০) ও শিবালয় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি।
শিবালয় থানার অফিসার্স ইনচার্জ এআরএম আল-মামুন বলেন, এ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ও রাজনৈতিক মামলায় আটক করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।