
শিবালয় থেকে আবু সুফিয়ান
চলতি মাসের ৭ তারিখ শুক্রবার থেকে শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের ধূসর গ্রামে মৃত শাহাজউদ্দীনের ছেলে পুলিশ সদস্য মো:হাসান আলী-র বাড়িতে অনশন করে কলেজছাত্রী আফরিন।
ভুক্তভোগী মেয়ের দাবি, পুলিশ সদস্য মো:হাসান আলীর সাথে তার ৪ বছরের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক করে হাসান আলী। কয়েক মাস আগে হাসান আলীর পরিবার সমাজিক ভাবে বিয়ের কথা বললে পরে তা মানতে অস্বীকৃতি জানায়। এসময় ভুক্তভোগী মেয়ে কোনো উপায় না পেয়ে হাসান আলীর বাড়িতে অনশন করে।
এই বিষয়ে পুলিশ সদস্য মো:হাসান আলীর সাথে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রতিদিন ওই বাড়িটিতে ভীড় করছে অসংখ্য মানুষ। এলাকাবাসীও ভুক্তভোগী মেয়ের সাথে পুলিশ সদস্য মো:হাসান আলীর বিয়ের দাবি জানাচ্ছে।
শিবালয় থানার ওসি জানান, এই বিষয়ে শিবালয় থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।