আকাশ চৌধুরী
ঘিওরে সুইমিংপুলের পানিতে পড়ে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশু শাহারিয়ার সামি এলাকার মোঃ রাসেল ভুইয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকার আব্দুল কাদের টিপুর বিলাসবহুল বাড়ির সুইমিংপুলে পানিতে।
নিহত শিশুর পিতা রাসেল ভুইযা জানান, সকাল ৭টার দিকে তার শিশু ছেলে সামিকে হঠাৎ খুজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোজাখুজির পর বাড়ির ভেতরের সুইমিংপুলের পানি থেকে উদ্ধার করা হয়। পরে দ্রুত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসারা শিশুটিকে মৃত ঘোষনা করে।
রাসেল ভুইয়া দেড় মাস হলো আব্দুল কাদের টিপুর বাসায় বিনা ভাড়ায় বসবাস করছেন।
বাড়ির কেয়ারটেকার মোখসেদ চৌধুরী জানান, বাড়ির ভেতরের সুইমিংপুলের পানিতে পরে শিশুটি মারা গেছে। কখন কিভাবে পানিতে পড়েছে সেটা কেউ বলতে পারেনি। সুইমিংপুলের সামনে কোন গেইট নেই বলে তিনি জানান।
এদিকে বিলাসবহুল বাড়িটির সুইমিংপুলের সামনে কোন গেইট না থাকায় শিশুটি পানিতে পড়ে মারা গেছে বলে স্থানীয়রা জানান।
বাড়ির মালিক আব্দুল কাদের টিপু সে বাড়িতে বসবাস না করায় সেখানে কেয়ারটেকার মোখসেদ চৌধুরী ও রাসেল ভুইয়া তার পরিবার নিয়ে বসবাস করছেন।