আকাশ বিডি নিউজ
মোঃ শাহ আলম, দৌলতপুর থেকে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে পোল্ট্রি খামারী মো. আলাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধামশ্বর ইউনিয়নের বড় হাতকোরা গ্রামে মমান্তিক এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামশ্বর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ব্যাবসায়ী তারেক রহমান ।
মৃত আলাল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের বড় হাতকোড়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। পেশায় তিনি পোল্টির খামারি ছিলেন। সংসার জীবনে তার স্ত্রীসহ ১৩ বছরের এক ছেলে রয়েছে।আলাল হোসেন ধামশ্বরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, বাড়ির পাশেই আলালের বিশাল একটি পোল্টির খামার ছিল। খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। পরে শব্দ পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আলালের অকাল মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
আলালের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন জনে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ