আকাশ চৌধুরী
শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা। ১২ নভেম্বর ২০২৪ দুপুরে জেলা তথ্য অফিস আয়োজিত এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ খলিলুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, ছাত্র প্রতিনিধি নাহিদ মনির, শফিক আদনান ও ফাতেমা আক্তার।
বক্তারা বলেন, বায়ান্ন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আগষ্টের ছাত্র জনতার অভুত্থানে নেতৃত্ব দিয়ে তরুণ সমাজ। নতুন এই বাংলাদেশ হবে তারুণ্যনিভর। তরুণরা কোন পথে চলবে তা দেখিয়ে দিতে হবে শিক্ষক-অভিভাবকদের। সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। তরুণদের সময় দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ