আকাশ চৌধুরী
১২ নভেম্বর শিবালয় উপজেলার যমুনা নদীতে বালু কাটার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায় সংশ্লিষ্ট ৪ জনকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
(১২ নভেম্বর) উপজেলার চর শিবালয় এলাকায় অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন - শিবালয় উপজেলা সহকারী কমিশনার এসএম ফয়েজ উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত।
অর্থদন্ডে দন্ডিতরা হলেন শিবালয় উপজেলার অন্বয়পুর এলাকার হানিফ মল্লিকের ছেলে সাইদুল ইসলাম (৩৭), সফিকুল ইসলামের ছেলে রুবেল আহামেদ(৩৫), ভোলার চরফ্যাশনের চর নলুয়া এলাকার মো: হান্নানের ছেলে মো:রাকিব চৌধুরী(২৬) ও নড়াইল জেলার লোহাগড়ার লাহড়ীরা এলাকার দাউদ মোল্লার ছেলে নূর মোহাম্মদ (৩৬)।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন জানান, চরশিবালয় এলাকায় যমুনা নদীতে কাটারের সাহায্যে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে অসাধু কিছু ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু ব্যবসার সাথে সংশ্লিষ্ট ৪ জনকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। কাটার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে নদীর পারে সংরক্ষণ ও ক্রয় – বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের সাথে কেহ জড়িত হলে বা থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে আরও জানান, তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ