আকাশ চৌধুরী
শিবালয় থানার মহাদেবপুর, আমেরিকান টোব্যাকো কোম্পানির ওয়ার হাউজ থেকে লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত মোহাম্মদ আলী (৪২) কুমিল্লার দাউদকান্দি উপজেলার মৃত্যু আছমত আলীর পুত্র। গত ৫ নভেম্বর বুধবার চট্রগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে শিবালয় থানা পুলিশ। তার নিকট থেকে উদ্ধার হয় প্রায় ৩২ লাখ টাকার বিভিন্ন ব্যান্ডের সিগারেট।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবালয় থানার ইন্সপেক্টর তদন্ত মুজিবুর রহমান জানান, গত ২৯ অক্টোবর ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের পাশে, মহাদেবপুর রুমি ফিলিং স্টেশনের পূর্ব পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় অবস্থিত বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ওয়ার হাউজ ১০/১২ জনের সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে প্রতিষ্ঠানের লোকজনদের বেঁধে রেখে গোডাউনে ডুকে খোলা দুটি পিক-আপযোগে সিগারেট ভর্তি কার্টুনগুলো লুটে নেয়। যার বাজার মূল্য প্রায় ৬৭ লাখ টাকা বলে অভিযোগে প্রকাশ করা হয়েছে।
শিবালয় থানা অফিসার ইনচার্জ এআরএম. আল মামুন জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ডাকাতদলের অবস্থান শনাক্ত করে এক জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকিদের আটক ও লুন্ঠিত মালামাল উদ্ধারে জোড় চেষ্টা চলছে।