১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২১ জেলের কারাদণ্ড

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ১০:১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • 120

আকাশ চৌধুরী
শিবালয়ে পদ্মা-যমুনা নদীতে অভিযান চালিয়ে দুই দিনে ২১ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড ও প্রায় ২ লক্ষ ১০হাজার মিটার অবৈধ জাল ধ্বংস এবং জব্দকৃত ৩ মন ৫কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

১৬ ও ১৭ অক্টোবর ২০২৪ শিবালয় উপজেলায় “মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম ফয়েজ উদ্দিন।

এসময় ১৮ জনকে ১৮ দিনের এবং ৩জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে আদালেতে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালত অভিযানে প্রায় ২ লক্ষ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়। এছাড়া অভিযানে জব্দকৃত ৩ মন ৫কেজি মা ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ইলিশ ধরার দায়ে যাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন -১.মো: শরীফ (২৪)২.হৃদয় (২৫)৩.মো: রাসেল (২২)৪.শফিকুল (১৮)৫.নায়েব আলী (৭০)৬.মোঃ আলিম(২২)৭.সুরুজ্জামান(২৭)৮.রবিউল(২৬)৯.নূর নবী (১৮)১০.মমিন (২৭)১১.ইকবাল (৪৬)১২.সুমন(২০)১৩.শহীদুল(১৮)১৪.সাগর(৩০) ১৫.মতিউর রহমান (৩৬)১৬.সাদ্দাম হোসেন (৩০)১৭.খায়রুল ইসলাম(৩০)১৮.শরিফুল (২৪)। এরপূর্বে আরো তিনজনকে কারাদন্ড দিয়েছে প্রশাসন।এরা হলেন, উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরের লাল চাঁন শেখ (৩২), আলমগীর শেখ (৩৫) ও স্বপন শেখ (৩২)।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড ও আনসার এবং পুলিশ বাহিনীর সদস্যরা।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম ফয়েজ উদ্দিন বলেন কিছু অসাধু ব্যবসায়ী মা ইলিশের প্রজনন মৌসুমে অতিরিক্ত লাভের আশায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ করে স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত করছে। “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪” বাস্তবায়নে উপজেলা প্রশাসন আজ হতে আগামী ০৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করবে বলে তিনি জানান।

ট্যাগস :

নিলাচলের রোড ইনচার্জের অভিযোগে জসিম খানসহ গ্রেফতার ৩

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২১ জেলের কারাদণ্ড

আপডেট : ১০:১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আকাশ চৌধুরী
শিবালয়ে পদ্মা-যমুনা নদীতে অভিযান চালিয়ে দুই দিনে ২১ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড ও প্রায় ২ লক্ষ ১০হাজার মিটার অবৈধ জাল ধ্বংস এবং জব্দকৃত ৩ মন ৫কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

১৬ ও ১৭ অক্টোবর ২০২৪ শিবালয় উপজেলায় “মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম ফয়েজ উদ্দিন।

এসময় ১৮ জনকে ১৮ দিনের এবং ৩জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে আদালেতে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালত অভিযানে প্রায় ২ লক্ষ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়। এছাড়া অভিযানে জব্দকৃত ৩ মন ৫কেজি মা ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ইলিশ ধরার দায়ে যাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন -১.মো: শরীফ (২৪)২.হৃদয় (২৫)৩.মো: রাসেল (২২)৪.শফিকুল (১৮)৫.নায়েব আলী (৭০)৬.মোঃ আলিম(২২)৭.সুরুজ্জামান(২৭)৮.রবিউল(২৬)৯.নূর নবী (১৮)১০.মমিন (২৭)১১.ইকবাল (৪৬)১২.সুমন(২০)১৩.শহীদুল(১৮)১৪.সাগর(৩০) ১৫.মতিউর রহমান (৩৬)১৬.সাদ্দাম হোসেন (৩০)১৭.খায়রুল ইসলাম(৩০)১৮.শরিফুল (২৪)। এরপূর্বে আরো তিনজনকে কারাদন্ড দিয়েছে প্রশাসন।এরা হলেন, উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরের লাল চাঁন শেখ (৩২), আলমগীর শেখ (৩৫) ও স্বপন শেখ (৩২)।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড ও আনসার এবং পুলিশ বাহিনীর সদস্যরা।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম ফয়েজ উদ্দিন বলেন কিছু অসাধু ব্যবসায়ী মা ইলিশের প্রজনন মৌসুমে অতিরিক্ত লাভের আশায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ করে স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত করছে। “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪” বাস্তবায়নে উপজেলা প্রশাসন আজ হতে আগামী ০৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করবে বলে তিনি জানান।