আকাশ চৌধুরী
৫ অক্টোবর ২০২৪
‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ৫ জন শিক্ষককে জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ( ডিসি)
দিবসটি উপলক্ষে (শনিবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ তরিকুল ইসলাম, অতরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস প্রমুখ।
তাঁরা হলেন- প্রাথমিক শাখায় শিবালয় উপজেলার নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জান্নাতুল ফেরদৌসী, মাধ্যমিক শাখায় সদর উপজেলার এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিরঞ্জন কুমার বিশ্বাস, এবতেদায়ী শাখায় শিবালয় উপজেলার ফেচুয়াধারা শাহ জহিরিয়া দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মুহাম্মদ সোলাইমান, দাখিল শাখায় ঘিওর উপজেলার ঘিওর আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক সুরাইয়া আহমেদ ইভা ও আলিম শাখায় সদর উপজেলার দোয়াত আলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মতিউর রহমান। তাঁদের প্রত্যেকের হাতে একটি করে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ