আকাশ চৌধুরী
পুলিশ সদস্য হলেও তার বিচার করতে হবে, অন্যথায় অন্যদের ক্ষেত্রে তা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। রব (১৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আন্দোলনে নিহত পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে মত বিনিময়কালে বক্তব্যে এসব কথা বলেন তিনি।সারজিস আলম বলেন, কেউ একজন অতি উৎসাহী হয়ে ওই ফ্যাসিস্ট সরকারের কাছে নিজেকে তুলে ধরার জন্য অন্যায়ভাবে নির্দেশের বাইরে গিয়ে কাজ করেছেন। এ কাজগুলা যারা করেছেন তারা অন্যায়কারী। তিনি যদি পুলিশের কেউ হন, তার বিচার হতে হবে।পুলিশের বিচার না হলে তা প্রশ্নবিদ্ধ হবে উল্লেখ করে সমন্বয়ক বলেন, পুলিশ হলেও তার যদি বিচার না হয় তবে রাষ্ট্রের অন্য একজন নাগরিকের বিচার করার অধিকারও প্রশ্নবিদ্ধ হয়। সে বিচারের বাইরে কেউ না। এজন্য যেই দুইটা নাম আসছে এখানে কিংবা আরো যে নামগুলা আসছে সে পুলিশের হোক না যেই হোক তার বিচার হতে হবে।এছাড়া আন্দোলনকারীদের কেউ হুমকি দিলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। একাত্তরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ’২৪ এর গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের তুলনা করে তাদের বীরের খেতাব দেয়ার দাবি জানান সারজিস আলম।তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে শহীদের, বীরের মর্যাদা দেয়া এবং তাদের জন্য দীর্ঘমেয়াদে একদম স্থায়ী মেয়াদে একটি আর্থিক সহযোগীতা একদম প্রয়োজন। ১৯৭১ সালের যে মুক্তিযোদ্ধারা তারা যেমন আমাদের শ্রদ্ধার জায়গায় থাকবেন, তাদের যেমন সমর্থন করে এসেছি। ঠিক একইভাবে এই ‘২৪ এর ছাত্র জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের কিন্তু একেকজন তারা মুক্তিযোদ্ধা, একেকজন বীর। সো তাদেরকে সেই স্বীকৃতি দেয়া, সহযোগিতা করা রাষ্ট্রের কর্তব্য।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ