আকাশ চৌধুরী
শিবালয়ের পদ্মা ও যমুনার আরিচা, নগরবারি-বাঘাবাড়ি নৌরুটে চলাচলরত বাল্কহেড থেকে ইজারার নামে অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর দুপুরে শিবালয় মডেল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাল্কহেড আরিচা শাখা এ প্রতিবাদ সভার আয়োজন করে।
এসময় শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাল্কহেড আরিচা শাখার আহবায়ক হাজী মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম টিটু, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন আরিচা শাখার যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, মোঃ মতিয়ার রহমান, মোঃ রাকিব হোসেন, মোঃ আব্দুল আজিজ, নগরবাড়ি বাল্কহেড শাখার সভাপতি শুকুর ফকির, সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, দোহার উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান উদ্যম প্রমূখ।
উক্ত অনুষ্ঠানটিপরিচালনা করেন বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন আরিচা শাখার যুগ্ম আহবায়ক মোঃ বাহার উদ্দিন মাষ্টার।
বক্তারা বলেন, বাংলাদেশ অভ্যান্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পদ্মা নদীর ফরিদুপুরের গোয়ালন্দ থেকে কুষ্টিয়ার পাকশি পর্যন্ত গঙ্গা চ্যানেলটি বিআইডব্লিউটিএ আরিচা শাখা কর্তৃক এক বছরের জন্য ইজারা প্রদান করেছে।ইজারাদার মো.আবু সাঈদ খান তিন কোটি টাকা মুল্যের চুক্তিতে উক্ত নৌরুটের ইজারাদার হিসেবে চুক্তিবদ্ধ হন।
কিন্তু তিনি এ সুযোগে তার উক্ত নির্ধারিত নৌরুটের বাইরে এসে যেমন-মানিকগঞ্জের হরিরামপুর,শিবালয়ের পদ্মা-যমুনার আরিচা-পাটুরিয়া থেকে পাবনার নগববাড়ি ও বাঘাবাড়ি নৌরুটে চলাচলকারি বাল্কহেড থেকে প্রতিদিন টোলের নামে বাল্কহেড প্রতি ২হাজার থেকে ৫হাজার টাকা পরযন্ত চাঁদা আদায় করছে। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারপিট করে চাঁদা আদায় করছে বলে বক্তারা জানান। এ অবস্থা অব্যাহত থাকলে যে কোন সময় এ সকল নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছেন বাল্কহেড শ্রমিকরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ