মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
শিবালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে এক যুবক নিহতের ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুইশ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকারের পতনের দিন (৫ আগস্ট) শিবালয় উপজেলার রূপসা গ্রামের রহিজ উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (২১) পুলিশের গুলিতে নিহতের ঘটনায় শিবালয় থানায় এ মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, দায়েরকৃত মামলায় আসামির তালিকায় রয়েছেন- মানিকগঞ্জ-১ আসনে সাবেক সাংসদ সালাউদ্দিন মাহমুদ জাহিদ, শিবালয় উপজেলার সাবেক চেয়ারম্যান ও শিবালয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউর রহমান খান জানু, সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, সদ্য বিদায়ী উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু।এ তালিকায় আরো রয়েছেন-নাজমুল ইসলাম জনি, আরুয়া ইউপি চেয়ারম্যান মুস্তাকিম রহমান অনিক, উথলী ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, জহিরুল ইসলাম মানিক, নুরে আলম সিদ্দিকী, নকুল শীল, সেলিম রেজা, জয় ঘোষ, নজরুল ইসলাম বাবু, বেল্লাল হোসেন, তুষ্ট দত্ত, এআর মাসুদ উদ্দিন পিণ্টু, বাবুল আক্তার খাজা, পাটুরিয়া নৌফাঁড়িতে আন্দোলনের দিন কর্মরত ১১জন পুলিশ সদস্যসহ অজ্ঞাতনামা আসামি দুইশ জন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ