আকাশ বিডি নিউজ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সব শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে মানিকগঞ্জের শিবালয়ের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা দেয়ালে আঁকছেন গ্রাফিতি। শিবালয়ের বিভিন্ন স্থানে দেয়ালে সচেতনতামূলক এর পাশাপাশি শোভা পাচ্ছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের আঁকা রঙিন গ্রাফিতি।
সরেজমিন ঘুরে দেখা যায়, শিবালয় উপজেলা পরিষদের দেয়ালে গ্রাফিতি তৈরি করতে ব্যস্ত রয়েছেন স্থানীয় শিক্ষার্থীরা। কেউ দেয়াল পরিষ্কার করছে, আবার কেউ রং এর প্রলেপ দিচ্ছেন, আবার কেউ সেই প্রলেপ দেয়া জায়গায় লাল-সবুজের পতাকা অংকন করছেন। আবার কেউ তুলির আঁচড়ে মনোমুগ্ধকর চিত্র অংকন করছেন। আবার কিছু শিক্ষার্থী বিভিন্ন ধরনের শ্লোগান লেখায় ব্যস্ত সময় পার করছেন।
এদিকে, শিবালয় সরকারী উচ্চ বিদ্যালয়ে গেইটের দেয়ালে একদল শিক্ষার্থী আঁকাবুকির কাজ করছেন। তারা বাংলায় শ্লোগান লেখার পাশাপাশি ইংরেজীতেও নানা শ্লোগান লিখছেন। বিভিন্ন দেয়ালে আবার ইসলামিক ক্যালিওগ্রাফি শোভা পাচ্ছে। শিক্ষার্থীদের এমন রংতুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন রাস্তা ও গুরুত্বপূর্ণ জায়গার দেয়াল।
শিক্ষার্থীরা জানায়, গ্রাফিতির মাধ্যমে এ সময়ের স্মরনীয় বিপ্লবের স্মৃতি তুলে ধরছেন তারা। এসব গ্রাফিতিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ, স্বাধীনতা, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধসহ নানা চিত্র তুলে ধরতে তারা কাজ করছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র আন্দোলনের বিশেষ মুহুর্তগুলো স্মৃতিতে ধরে রাখতে দেয়ালে-দেয়ালে গ্রাফিতি হচ্ছে।
স্থানীয়রা বলছেন, দেশ বিনির্মাণে ছাত্র আন্দোলনের এসব স্মৃতি ভবিষৎ বাংলাদেশের ছাত্র সমাজকে উজ্জীবিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। দেয়ালে দেয়ালে ছাত্র আন্দোলনের ছবি আঁকা হচ্ছে। যাতে করে, নতুন প্রজস্ম এইসব স্মৃতি ধারণ করে সুন্দর বাংলাদেশ গড়তে পারে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ