আকাশ চৌধুরী
ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া ঘাটমুখী সেলফী পরিবহনের একটি বাসের ধাক্কায় সিরাজগঞ্জ জেলার প্রকাশ চন্দ্র সাহা নামের এর ব্যক্তি নিহত ও আরও এক নারী গুরুতর আহত হয়েছেন। ১২ জুলাই ২০২৪ রাত সাড়ে নয়টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয়ের উথুলী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত পথচারী মারা যান। আর আহত নারীকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
এসময় উত্তেজিত জনতা সেলফি পরিবহনের কয়েকটি বাস আটক করে রাস্তার পাশে রাখে। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ ও বরংগাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান বরংগাইল হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহিম, ঘাতক বাস চালককে আটক ও হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ