আকাশ চৌধুরী
শিবালয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর খেলা হয়েছে। ৯ জুলাই বিকাল ৩টায় শিবালয় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে দশচিড়া খেলার মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ আয়োজনে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ছেলে-মেয়েরা আগামী দিনে খেলোয়ার হবে। তারা ভবিষ্যতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করে দেশের ভাবিমূর্তি উজ্জ্বল করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম খান।টুর্নামেন্টে বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, শিবালয় থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার এলিসা আফরিন খানম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, শিবালয় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃকর্মীবৃন্দ, ক্রীড়া সংগঠক, বিভিন্ন স্কুলে শিক্ষক-শিক্ষিকা, সুশীল সমাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ