মানিকগঞ্জ প্রতিনিধি
আজ ০৩ জুলাই ২০২৪ মানিকগঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে In House Training program অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ন্যাশনাল পলিকেটনিক ইনস্টিটিউটের (এনপিআিই) আয়োজনে ন্যাশনাল পলিকেটনিক ইনস্টিটিউটের হলরুমে ঘন্টাব্যাপী এই In House Training program অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের পরিচালক ড.প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো.আমীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে এনপিআইয়ের ইলেক্ট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান রতন মিয়া ও পরীক্ষা নিয়ন্ত্রক ইলিয়াস মিয়াসহ ন্যাশনাল পলিকেটনিক ইনস্টিটিউটের শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,শিক্ষকদের দক্ষতা যত বাড়বে,শিক্ষারমান তত উন্নত হবে। সুতরাং শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের দক্ষতার বিকল্প নেই। কারন দক্ষ শিক্ষককের মাধ্যমে দক্ষ শিক্ষার্থী গঠন করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ