আকাশ চৌধুরী
সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন’ এই স্লোগানে সামনে রেখে শিবালয় উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ মে ২০২৪ উপজেলা মিলনায়তনে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
জানা গেছে, যারা পেনশনের আওতায় ছিলো না তাদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে। যাতে করে তারা সম্মানজনকভাবে বাঁচতে পারেন। এ স্কিমে অংশগ্রহণ তাদেরকে সামাজিক মর্যাদা পাশাপাশি আর্থিক সুরক্ষা দিবে। প্রবাসী স্ক্রিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম, সমতা স্কিম এই চারটি ধাপে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকলেই সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসতে পারবে।
এ অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহানা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ এমপি
এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা রানি দে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন, শিবালয় থানা অফিসার ইনচার্জ মো: আব্দুর রউফ সরকার, সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন, সোনালী ব্যাংকের ম্যানেজার মো: জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুদিব ঘোষ বাসু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, শিবালয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিগন, আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ ও সকল দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকতা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালক ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ দবিরুল ইসলাম। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি সহ অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ