আকাশ চৌধুরী
শিবালয়ের যমুনাবাদ আব্দুল মোতালেব মোল্লার স্মরণে মাসিক ফ্রি মেডিকেল সেন্টার চালু করা হয়েছে। রবিবার দিনব্যাপী শিবালয় উপজেলার যমুনাবাদ এলাকার মোল্লা ভিলায় আনুষ্ঠানিক ভাবে এ ফ্রি মেডিকেল সেন্টার চালু করা হয়। এ সেন্টারের মাধ্যমে প্রতি মাসের প্রথম রবিবার ওই এলাকার গরীব রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন মানিক।
শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সোহাগের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মানবতার ফেরিওয়ালা মোঃ মোজাম্মেল হোসেন মোল্লার সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ড. প্রকৌশলী মুহাম্মদ ফারুক হোসেন, মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল ইসলাম, গাইনি রোগ বিশেষজ্ঞ ডাঃ জিনিয়া পারভীন লামিয়া, ডাঃ মোঃ গোলাম মোস্তফা,নিউ ভিশন চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ আসিফ ইকবাল,মানিকগঞ্জ পল্লী স্বাস্থ্যের চেয়ারম্যান ডাঃ এম মাইনুল ইসলাম প্রমূখ। আরোও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সারোয়ার মাহিন, যুগ্ম সচিব শফিকুল ইসলাম সেতু, যুগ্ম-সচিব মো: রমজান আলী, মানিকগঞ্জ উন্নয়নের পথে এ্যাডমিন আকাশ চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন মোল্লা বলেন, কেবল শিক্ষাবৃত্তির মধ্যে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ নেই। প্রতি বছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দূর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের অনুদান প্রদানের পাশাপাশি দুস্থ-অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং এলাকার অন্যান্য সমাজ উন্নয়নমূলক কাজে সাধ্যমত অবদান রাখার চেষ্টা করছি। এবার নতুন প্রকল্প হিসাবে মাসিক ফ্রি মেডিকেল সেন্টারের কার্যক্রম শুরু করেছেন বলে জানান তিনি।এ এলাকার অনেক মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। তাদের দোরগোড়ায় চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে এ মেডিকেল সেন্টার অবদান রাখবে বলে তিনি মন্তব্য করেন।
ফ্রি মেডিকেল সেন্টারে ৪ শত নারী পুরুষের বিভিন্ন রোগের চিকিৎসা পত্র, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষাসহ নানা ধরনের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।