শিবালয় থেকে আবু সুফিয়ান
শিবালয়ের উথলী আরপাড়া সংযোগ রোডে আড়পাড়া বাজারের নিকটে রোড দখল করে অবাধে চলছে কাঠের ব্যবসা।
দীর্ঘ সময় ধরে রাস্তার দুইপাশের প্রায় অধিকাংশ জায়গা দখল করে পথচারীদের ভুগানিতে ফেলে চলছে কাঠের জমজমাট ব্যবসা। একদিকে যেমন রাস্তার সৌন্দর্য নষ্ট করছে তেমনি অন্যদিকে পথচারীদের বাড়ছে দুর্ভোগ। এতকিছু সমস্যার কারণ থাকলেও এ ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোঁখ ফাকি দিয়ে।
ঢাকা-পাটুরিয়া মহাসড়কের সাথে সংযুক্ত থাকায়,আরপাড়া থেকে উথলীর মধ্যে কোথাও কোনো দুর্ঘটনা বা মহাসড়কে যানজট সৃষ্টি হলে এই সড়কটি গাড়িচালকদের জন্য হয়ে ওঠে খুবই গুরুত্বপূর্ণ।খুব সহজেই চালকরা এই রাস্তাটি তখন ব্যবহার করতে পারে। কিন্তু এই রোডে অনেকটা অংশ জুড়েই ফেলা রাখা হয়েছে কাঠের গুড়ি। এই রাস্তা একলেনের অত্যন্ত সরু একটি রাস্তা। একসাথে দুটো বড় গাড়ি যেতে খুব সমস্যার মুখে পড়তে হয় চালকদের। এই সমস্যাকে যেন কোনো তোয়াক্কা না করেই রাস্তা অনেকাংশ জায়গা দখল করে সমস্যা দ্বিগুণ করে রাস্তায় উপর কাঠের গুড়ি ফেলে চালিয়ে যাচ্ছে কাঠের ব্যবসা। কাঠের গুড়ির আঘাতে রাস্তার পিচ খুব বেশ ক্ষতিসাধন হয়েছে এবং ভারী কাঠের গুড়ি ফেলে রাখার দরুন দেবে যাচ্ছে রাস্তার দুইপাশ। যা দেখতেও দৃষ্টিকটু লাগছে। কাঠের গুড়ি গুলো এমন ভাবে রাখা হয়েছে যে জনসাধারণের চলাচলে মারাত্মক অসুবিধা সৃষ্টি হচ্ছে।
কয়েকজন পথচারী জানিয়েছেন, যানবাহন ও মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য তৈরি করা হলেও এসব কারণে তা বাধাগ্রস্ত হয়েছে। এখানে কোনো উচ্ছেদ অভিযান চালানো হয়না বলে তাদের অভিযোগ।
এ ব্যপারে এক কাঠ ব্যবসায়ির সঙ্গে কথা বললে তিনি জানান, কাঠের গুড়ি রাখার উপযুক্ত জায়গা খুঁজে না পাওয়াতে তারা রাস্তার উপর এসব গাছের গুড়ি রেখেছে।
অতএব, উপরিক্ত সমস্যা গুলোর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ