শিবালয় থেকে আবু সুফিয়ান
শিবালয় উপজেলার কাসাদহ্ বটতলায় স্থানীয় সনাতনধর্মলবীদের উদ্যোগে অনুষ্ঠিত বাসন্তী আষ্টমী মেলা ও গঙ্গা স্নান হয়েছে।
প্রধান অতিথি মানিকগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ এমপি বাসন্তী অষ্টমী মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোদন করেন বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ । উদ্বোদনীয় অনুষ্ঠানে শিবালয় উপজেলার আরো সুনামধন্য ব্যক্তিদের দেখা যায়।
মেলার মানুষ ঢল ছিল আজ ১৬ এপ্রিল ২০২৪ সকাল ১০ টা থেকেই শুরু হয়। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার মানুষের ঢল নামে। কিন্তু সকাল এর তুলনায় বিকালে মানুষ আগমন ঘটে কয়েক গুণ। নানা ধরনের খাবারের পাশাপাশি ঢোল,তবলা, নানা ধরনের খেলনা কিনতে ক্রেতাদের ভীড় দেখা যায়।ক্রেতাদের এমন ভীর দেখে বিক্রেতারও খুশি।
মেলায় কোনো প্রকারের বিশৃঙ্খলা যাতে না হয় তার জন্য অনেক সেচ্ছাসেবক দের কাজ করতে দেখা যায়।
সবমিলিয়ে মেলার এমন জাঁকজমকপূর্ণ আয়েজনে সকালের মুখেই এক অদ্ভুত আনন্দের আলো লক্ষ্য করা গেছে।