আকাশ চৌধুরী
মানিকগঞ্জ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার এর উদ্যোগে আজ ১৪ মার্চ ২০২৪ পাটুরিয়া ঘাটে মতবিনিময় পথ সভার আয়োজন করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বিপিএম পিপিএম বার সভায় প্রধান অতিথি ছিলেন।
এ সময় শিবালয় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রউফ সরকারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) মারুফা নাজনীন, শিবালয় উপজেলা চেয়ারম্যান ও আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম মুন্তাকিম রহমান খান অনিক, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. মিলন কাজী, পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আপেল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার গোলাম আজাদ খান তার বক্তব্যে বলেন ঘাট সংশ্লিষ্ট সকল পরিবহণ শ্রমিক ও পণ্যবাহী কোন পরিবহণ যেন হয়রানির স্বীকার না হয়। এছাড়া, সকল নিত্য প্রয়োজনীয় পণ্য বহনকারী পরিবহণ যে কোন প্রকার চাঁদাবাজির শিকার না হয় সেজন্য হাইওয়ে পুলিশ ও নৌ-পুলিশসহ সকলকে সজাগ থাকার নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ