আকাশ বিডি নিউজ
আজ ১২ মার্চ ২০২৪ পবিত্র মাহে রমজানের প্রথম দিন পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জসহ জেলার নিত্য প্রয়োজনীয় পণ্য ও ইফতার বাজারে পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান।
অভিযানের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার (সদর), জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাজার মনিটর কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ পুলিশ, র্যাব এবং আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসময় রমজানের অতি গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্য খেজুর, তেল, মসলা, পেঁয়াজ, মাছ-মাংস-মুরগী’র বাজার ঘুরে দেখা হয়। অভিযান চলাকালীন অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি প্রস্তুতের কারনে এক ব্যবসায়ীকে ২০০০০/- (বিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য জেলার সকল উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে একই ভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান চলমান রয়েছে।