আকাশ চৌধুরী
পাটুরিয়া নৌ থানার ওসি মোঃ মিজানুর রহমান এর বদলী কথা শুনে - নদী পারের জেলে ও সর্বসাধারণেের সৌজন্য সাক্ষাৎ ও বদলি ঠেকাতে অতিরিক্ত পুলিশ সুপার নৌ এডমিন জুয়েল রানা কে মৌখিক আবেদন ।
জানা গেছে গত ১৫ জানুুয়ারি ২০২৪ দৌলতদিয়া ঘাটের এক টলারে বাবু নামে এক মাঝি নৌ পুলিশের নামে পাটুরিয়ার কাছে নয়াকান্দি পদ্মা নদীর তে চাদা আদায় করেন - এবিষয়ে দৈনিক প্রথম আলোয় নিউজ হওয়ায় - ওসি মিজানুর রহমান কে বদলী করে । তদন্ত করে জানা গেছে দৌলতদিয়ার বাবু মাঝি ঘটনা ঘটায়ছে আর বদলী হতে হলো ওসি নৌ পাটুরিয়া কে।
এ বিষয়ে নদী পারের জেলে ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ