আকাশ চৌধুরী
শিবালয় উপজেলার সাবেক চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, পশ্চিম মানিকগঞ্জ এলাকার দানবীর বলে পরিচিত আলহাজ্ব আব্দুর রহিম খানের উদ্যোগে আজ ৪ ফেব্রুয়ারি রোববার দুপুরে তেওতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে। দরিদ্র দুস্থ নদী ভাঙ্গন কবলিত ১ হাজার অসহায় শীতার্ত বৃদ্ধ নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন। আলহাজ্ব আব্দুর রহিম খান জানান তিনি কঠোর পরিশ্রমে অর্থ উপার্জন করে আজ নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার দুচোখে স্বপ্ন ছিল দুঃখী মানুষের পাশে থেকে জীবন পার করবেন।এ যাবৎ কালীন শুধু দরিদ্রদের সমস্যা দূর করাই নয় বহু স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট নির্মাণ সংস্কার মসজিদ নির্মাণ নিজের অর্থ দিয়ে গড়ে তুলেছেন। দুর্গম চরাঞ্চল দরিদ্র জনগোষ্ঠী নিয়ে শিবালয় উপজেলা গঠিত। এখানে প্রতিটি এলাকাতেই সরকারি বেসরকারি অনুদানের পাশাপাশি যে কোন জনকল্যাণে সর্বক্ষণ নিজেকে নিয়োজিত রেখেছেন আগামী দিনগুলোতেও দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়নের মাঠে ক্ষুধা দারিদ্রতা বেকারত্ব ঘোচাতে কাজ চালিয়ে যাবেন। ইতিমধ্যেই তিনি শিবালয় উপজেলা ৭টি ইউনিয়নে ১০ হাজার কম্বল বিতরণ করেছেন।কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন ১ নং তেওতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,মোঃ লুৎফর রহমান সেন্টু উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা। আব্দুল হাইমোল্লা সাবেক মেম্বার, তেওতা ইউনিয়ন পরিষদ , স্থানীয় গণ্যমান্য ও স্থানীয় মেম্বার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ