০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাটুরিয়া ঘাটে ৯ ট্রাক নিয়ে ফেরিডুবি – চালক হুমায়ুন এখনো নিখোঁজ

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ১১:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • 138

আকাশ চৌধুরী
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়ার যমুনায় আটকে থাকা রজনীগন্ধা ইউটিলিটি ফেরি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ১৭ জানুয়ারি ২০২৪ সকাল ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের সামান্য অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ডুবন্ত ফেরির সহকারী চালক হুমায়ুন কবির নিখোঁজ রয়েছেন।পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা প্রাথমিক উদ্ধারকাজে অংশ নিলেও ফায়ার সার্ভিসের ঢাকা হেডকোয়ার্টারসহ নৌবাহিনীর একটি চৌকস দল পরে উদ্ধারকাজে অংশ নেয়। তারা পদ্মায় ভাসমান অবস্থায় ২০ জনকে জীবিত উদ্ধার করে। বিকেল ৪টার দিকে ডুবন্ত ফেরি থেকে উদ্ধার জাহাজ হামজার সাহায্যে পণ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।ফায়ার সার্ভিস ঢাকা অঞ্চলের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত ডুবন্ত ফেরির যান্ত্রিক চালক হুমায়ুন কবির নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তিনি বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন আরিচা আঞ্চলিক শাখার সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার কারণে গত রাত ২টার দিকে পাটুরিয়া রুটের সব ফেরি বন্ধ ঘোষণা করা হয়। পদ্মার মাঝে দিক নির্ণয়ে ব্যর্থ ফেরি রজনীগন্ধা ৫ নম্বর ঘাটের সামান্য অদূরে নোঙর করে। দৌলতদিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরিটিতে সাতটি ছোট ট্রাক ও দুটি বড় ট্রাক ছিল। সকাল ৮টার দিকে খুব অল্প সময়ের মধ্যে ফেরিটি নদীতে তলিয়ে যায়। ফেরি ডুবির বিষয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বললেও কী কারণে ফেরি ডুবির ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিআইডব্লিউটিএর আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আজগর আলী জানান, যানবাহনসহ ডুবন্ত ফেরিটি উদ্ধারে বিআইডব্লিউটিএর উদ্ধার জাহাজ হামজা বেলা ১টার দিকে ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেয়। সংস্থার আরেকটি উদ্ধার জাহাজ প্রত্যয় উদ্ধারকাজে অংশ নিতে ঢাকার নারায়ণগঞ্জ থেকে সকালে ঘটনা স্থলের দিকে রওনা হয়েছে।

ফেরিডুবির সংবাদে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল, ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান, বিআইডব্লিউটিএয়ের চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ, মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার, নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের এসপি মুশফিক রহিমসহ বিআইডব্লিউটিএ/টিসির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

ঘটনাস্থলে আসা বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মতিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘ফেরিডুবির ঘটনায় সংস্থার টেকনিক্যাল ডাইরেক্টর কাজী ওয়াসির আহমাদকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :

শিবালয় উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেন মানিকগঞ্জ ডিসি

পাটুরিয়া ঘাটে ৯ ট্রাক নিয়ে ফেরিডুবি – চালক হুমায়ুন এখনো নিখোঁজ

আপডেট : ১১:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

আকাশ চৌধুরী
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়ার যমুনায় আটকে থাকা রজনীগন্ধা ইউটিলিটি ফেরি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ১৭ জানুয়ারি ২০২৪ সকাল ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের সামান্য অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ডুবন্ত ফেরির সহকারী চালক হুমায়ুন কবির নিখোঁজ রয়েছেন।পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা প্রাথমিক উদ্ধারকাজে অংশ নিলেও ফায়ার সার্ভিসের ঢাকা হেডকোয়ার্টারসহ নৌবাহিনীর একটি চৌকস দল পরে উদ্ধারকাজে অংশ নেয়। তারা পদ্মায় ভাসমান অবস্থায় ২০ জনকে জীবিত উদ্ধার করে। বিকেল ৪টার দিকে ডুবন্ত ফেরি থেকে উদ্ধার জাহাজ হামজার সাহায্যে পণ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।ফায়ার সার্ভিস ঢাকা অঞ্চলের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত ডুবন্ত ফেরির যান্ত্রিক চালক হুমায়ুন কবির নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তিনি বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন আরিচা আঞ্চলিক শাখার সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার কারণে গত রাত ২টার দিকে পাটুরিয়া রুটের সব ফেরি বন্ধ ঘোষণা করা হয়। পদ্মার মাঝে দিক নির্ণয়ে ব্যর্থ ফেরি রজনীগন্ধা ৫ নম্বর ঘাটের সামান্য অদূরে নোঙর করে। দৌলতদিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরিটিতে সাতটি ছোট ট্রাক ও দুটি বড় ট্রাক ছিল। সকাল ৮টার দিকে খুব অল্প সময়ের মধ্যে ফেরিটি নদীতে তলিয়ে যায়। ফেরি ডুবির বিষয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বললেও কী কারণে ফেরি ডুবির ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিআইডব্লিউটিএর আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আজগর আলী জানান, যানবাহনসহ ডুবন্ত ফেরিটি উদ্ধারে বিআইডব্লিউটিএর উদ্ধার জাহাজ হামজা বেলা ১টার দিকে ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেয়। সংস্থার আরেকটি উদ্ধার জাহাজ প্রত্যয় উদ্ধারকাজে অংশ নিতে ঢাকার নারায়ণগঞ্জ থেকে সকালে ঘটনা স্থলের দিকে রওনা হয়েছে।

ফেরিডুবির সংবাদে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল, ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান, বিআইডব্লিউটিএয়ের চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ, মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার, নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের এসপি মুশফিক রহিমসহ বিআইডব্লিউটিএ/টিসির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

ঘটনাস্থলে আসা বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মতিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘ফেরিডুবির ঘটনায় সংস্থার টেকনিক্যাল ডাইরেক্টর কাজী ওয়াসির আহমাদকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।