আকাশ চৌধুরী
চারদিকে প্রচণ্ড শীত। শীতে কাবু হয়ে পড়েছে গ্রামগঞ্জের লোকজন। তখন রাতের অন্ধকারে কনকনে শীতকে উপেক্ষা করে নিজ গাড়িতে কম্বল নিয়ে বেরিয়ে পড়েন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
উপজেলার পয়লা বাজার, বাইলজুরী পঞ্চরাস্তার মোড়ে, বটতলা মোড়ে, দোতরা এলাকায়, ঘিওর বাজার সহ বিভিন্ন স্থানে শতাধিক মানুষকে এ কম্বল দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম জানান, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। তাই জেলা প্রশাসক মহোদয় এর দিক নির্দেশনা মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার শীতার্তদের মাঝে বিতরণ করে যাচ্ছি । দিনের বেলায় এ সকল লোকজন বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত থাকে বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল দিচ্ছি। এ কম্বল বিতরণ চলমান থাকবে।
এসময় তিনি সমাজের বিত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান, নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।