আকাশ বিডি নিউজ
আজ ১ জানুয়ারি ২০২৪ সোমবার মানিকগঞ্জ জেলার সরকারি ৮৮নং প্রাথমিক বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি সুরেন্দ্র কুমার বালিকা উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ প্রাঙ্গণে বই উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মানিকগঞ্জ জেলা জেলা প্রশাসক রেহেনা আকতার।
আজ মানিকগঞ্জ জেলার ৬৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল প্রাথমিক বিদ্যালয়ের মোট ১,৮২,০২৭ জন শিক্ষার্থী এবং ২০৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১,২৯,৯২৩ জন শিক্ষার্থীর মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।