আকাশ চৌধুরী
শিবালয়ে হিন্দু ধর্মালম্বীদের তিন দিনব্যাপী অষ্টপ্রহর নামযঞ্জ নীলাকীর্তন অনুষ্ঠানে বিশৃংখলাকারী অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে শিবালয়ে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পার্শ্ববর্তী ঘিওর উপজেলার শোলধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২৫)। তাকে আজ ২৯ ডিসেম্বর ২০২৩ শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রউফ সরকার আকাশ বিডি নিউজকে নিশ্চিত করেছেন।
জানা যায়, শিবালয়ের মহাদেবপুর গ্রামের ঋষিপাড়া হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে গত বুধবার রাতে অনুষ্ঠিত নীলাকীর্তনে স্থানীয় দু’যুবক মদ্যপ অবস্থায় অনুষ্ঠানের গেটের কাপড় ছিড়ে ফেলে। এতে স্থানীয়রা বাধা দিলে তারা চলে যায়। পুনরায় রাত ১১টার দিকে অনুষ্ঠানস্থলে এসে তারা মন্দিরের প্রতিমা ধাক্কা দিয়ে ফেলে যঞ্জ অনুষ্ঠানের জিনিসপত্র ছিড়িয়ে ছিটিয়ে ফেলে। সাজানো আগুনের কুঞ্জ নিভিয়ে ঘটনাস্থলে বিশৃংখলা সৃষ্টি করে চলে যায়।
এ ঘটনায় স্থানীয় সুশীল চন্দ্রশীল বিশৃংখলা সৃস্টিকারী দু’যুবকের নাম উল্ল্যেখ করে গত বৃহস্পতিবার থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত একজনকে গ্রেফতার করে। অপরজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ