(২৪ মে ২০২৫ ) বিকেলে উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মুমিন খান।
মারা যাওয়া শিশুটি দিয়াপাড় গ্রামের শরিফ হোসেনের একমাত্র ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মুমিন খান গণমাধ্যমকে জানান, বৃষ্টির কারণে বাড়ির পাশে একটি ডোবায় হাঁটুপানি জমে ছিল। সেখানেই শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। দ্রুত উদ্ধার করে পরিবারের লোকজনসহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা আরিফ হোসেন জানান, “মাত্র এক সপ্তাহ আগে একটি সড়ক দুর্ঘটনায় আমার বোনজামাই (শিশুটির বাবা) মারা যান। আর আজ আমার ভাতিজা সাফায়াত ডোবার পানিতে ডুবে প্রাণ হারালো। আমরা যেন একের পর এক মৃত্যুর খবরে ভেঙে পড়েছি।”
একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ