মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাচুরিয়া গ্রামে ২০ মে মঙ্গলবার ২০২৫ প্রয়াত বেগম সাহেরা হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। তাঁর ছোট ছেলে খন্দকার আক্তার হামিদ পবন দেশবাসীর কাছে মায়ের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া চেয়েছেন।
বেগম সাহেরা হোসেন ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও বিএনপির সাবেক মহা সচিব খন্দকার দেলোয়ার হোসেনের সহধর্মিণী। তিনি নিজের সদাচরণ ও মানবিক গুণাবলির মাধ্যমে সকলের মাঝে ভালোবাসা ছাপ রেখে গেছেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, দান-সদকা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
খন্দকার আক্তার হামিদ পবন বলেন, “আমার মায়ের স্মৃতিকে স্মরণ করে সকলের দোয়া ও ভালোবাসা আমাদের জন্য অমূল্য। দেশ-বিদেশের সকল কাছে তাঁর আত্মার মাগফিরাত ও পরিবারের জন্য ধৈর্য্য কামনা করছি।”
পরিবারের সদস্যরা নিকটাত্মীয় ও শুভানুধ্যায়ীদের নিয়ে বেগম সাহেরা হোসেনের সমাধিতে ফাতেহা পাঠ, ও বাদ মাগরিব পাচুরিয়া মসজিদ মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি পালন করবেন। এ উপলক্ষে সকলের সহমর্মিতা ও আন্তরিকতাকে তারা স্বাগত জানিয়েছেন
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ