
আকাশ চৌধুরী
শিবালয় উপজেলার পাটুরিয়া ও আশপাশের এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও নৌ পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে। শণিবার দিবাগত রাত ১২টার দিকে দাশকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে।
জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং ড্রেজারগুলো মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মোশারফ হোসেন (৪৪), গ্রাম-কর্জনা, ঘিওর, মানিকগঞ্জ; মোঃ রুবেল মন্ডল (২৯); মোঃ আবুল কালাম (৩৬), ও মোঃ রনি (২২), গ্রাম-শাখাইল, নাগরপুর, টাঙ্গাইল;টিটু মন্ডল (৩৩), সূর্যদিয়া, কালুখালী, রাজবাড়ী;মোঃ আইয়ুব শেখ (২৬), ধাওয়াপাড়া, রাজবাড়ী সদর; মোঃ বিপ্লব হোসেন (৪১), ফরদী, সোনারগাঁও, নারায়ণগঞ্জ; রিয়াজুল ইসলাম (২৮), দিঘলদী, বন্দর, নারায়ণগঞ্জ;
মোঃ রনি (২৬), ধুতরাবাড়ী, শিবালয়, মানিকগঞ্জ; মহিদুর রহমান (২১), ধুতরাবাড়ী, শিবালয়, মানিকগঞ্জ; নুরুজ্জামান (৩৫), অন্যান কলস, গলাচিপা,পটুয়াখালী; মোঃ সানি (২৭), পূর্ব আড়পাড়া, শিবালয়, মানিকগঞ্জ;
পলাশ শেখ (২৮), ধুতরাবাড়ী, শিবালয়;শরিফুল খান (২৩), পূর্ব আড়পাড়া, শিবালয়;মুন্নু শেখ (২৮), দাসকান্দি, শিবালয়;মোঃ হোসেন (২৩), চরপাতা, দৌলতখান, ভোলা;আঃ রহিম (৫২), বড়মাইনকা, বোরহানউদ্দিন, ভোলা; সুজন চক্রবর্তী (৪৮), উঠ বহুরিয়া, মির্জাপুর, টাঙ্গাইল।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন একটি দণ্ডনীয় অপরাধ। পরিবেশ এবং নদীরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।