প্রতিবেদক:
ইসমাইল চৌধুরী,
বুধবার (০৫ মার্চ) বিএমইটি কার্যালয়ের সামনে রিক্রুটিং এজেন্সির মালিক এবং প্রতিনিধির সাথে বিএমইটির কর্মকর্তাদের হট্টগোলের ঘটনা ঘটেছে,
পর্যবেক্ষণ করে জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ওয়ার্ক ভিসার জন্য হুট করে এটেস্ট স্টেশন এবং সত্যায়ন প্রক্রিয়া চালু করেছে |
এই সত্যায়ন প্রক্রিয়া সৌদি দূতাবাস থেকে কার্যকারিত হয় | সেটা অনেক সময়ের ব্যাপার বলে বলেছেন রিক্রুটিং এজেন্সের মালিক এবং প্রতিনিধিরা , এক্ষেত্রে কর্মীর বিদেশ গমনে অনেক সময় লেগে যাচ্ছে, এবং অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে |
সৌদির শ্রমবাজার বন্ধ করার কেন এই প্রক্রিয়া, বন্ধ যেন না হয় সেই জন্য, রিক্রুটিং এজেন্সের প্রতিনিধি এবং মালিকগণ বিএমইটি ভবনের সামনে আন্দোলনের ডাক দেয় , যেন সমস্যাটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হয় | সত্যায়িত না করতে হয়,
এই ঘটনাকে কেন্দ্র করে বায়রার সাবেক যুগ্ম-মহাসচিব ফখরুল ইসলাম বেশ কিছুক্ষণ এজেন্সির সদস্যদের নিয়ে বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফরের দপ্তরে যান | সেখানে এই বিষয়ে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে |
এবং বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (কর্মসংস্থান) মোঃ আব্দুল হাই বলেন, এই বিষয়ে রিক্রুটিং এজেন্সি এবং বায়রার সাথে বসে আলোচনা সাপেক্ষে সবকিছু সমাধান করার চেষ্টা করা হবে বলে অবহিত করেছেন |
রিক্রুটিং এজেন্সি মালিকদের দাবি, কোন কর্মী বিদেশ থেকে ফেরত আসলে, তাকে ক্ষতিপূরণ এবং সবকিছু সমাধান করার ব্যবস্থা করা হয় , তাহলে কেন বিদেশ যেতে কর্মী এত জটিলতা | কেন এত সত্যায়ন লাগবে ,
এতে যাত্রীদের হতাশা এবং দুর্ভোগ শেষ হবে না, এবং এমনটি যদি চলতে থাকে মধ্যপাত্রের দেশ সৌদি আরব রেমিটেন্স যোদ্ধা হারিয়ে যাবে বলে সকলের দাবি |
বায়রা এবং রিক্রুটিং এজেন্সি ও প্রতিনিধিদের দাবি কোন সত্যায়ন ছাড়া সহজতর ভাবে পূর্বের নিয়মে কোন জটিলতা ছাড়া পুনরায় ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স দেওয়ার আবেদন জানিয়েছেন |
সকলের দাবি সবকিছুর সহজতর হলে,
সৌদি আরবের শ্রমবাজার আরো উন্নতি শিখরে আরোহন করবে বলেছেন |
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ