
আকাশ চৌধুরী
নিজের তৈরি বিমানে আকাশে উড়া শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার পাশে দাঁড়িয়েছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ ৫ মার্চ ২০২৫ দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে জুলহাস মোল্লার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক আফরোজা খান রিতা ও ‘আমরা বিএনপি পরিবার’ এর আহবায়ক আতিকুর রহমান রুমন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা জিয়নপুর বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে থেকে ২০১৪ সালে এসএসসি পাশ করেন।। অর্থাভাবে পড়তে পারিনি। ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে।