মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
আজ শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ বিকেলে উপজেলার তিল্লী গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হোসেন তিল্লী গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি অটোচালক। তার দুই মাসের একটি পুত্র সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে দুই ভাই তাদের পৈত্রিক জমিতে সরিষা তুলতে যান। সন্ধ্যা সোয়া ৬টার দিকে আকস্মিক ঝড় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন জাহিদ। এ সময় তার পাশে থাকা জমজ ভাই জাকির হোসেনের বাম পায়ে বজ্রপাতের আঘাত লাগে। পরে স্থানীয়রা জাকির হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
মর্মান্তিক এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আকাশ চৌধুরী, মোঃ আবুল বাসার, উপদেষ্টা সম্পাদক, মোঃ আব্দুল মতিন খান, প্রধান সম্পাদক,
মোঃ ইসমাইল হোসেন হৃদয়, বার্তা সম্পাদক
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৪ আকাশ বিডি নিউজ