০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঘিওরে লায়লা আরজু (৬০) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ০৪:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • 156

আকাশ চৌধুরী
আজ ১৫ জানুয়ারি ২০২৫ দুপুরে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।রাথুরা গ্রামের মোহাম্মদ সেকেন্দার আলীর স্ত্রী দুই সন্তানের জননী লায়লা আরজু। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। নিহতের এক ছেলে ও এক মেয়ে বিবাহিত এবং তারা ঢাকায় থাকেন।এঘটনার জন্য বাড়ির কাজের মহিলা একই গ্রামের সাইদা বেগম (৩৮) ও কাজের মহিলার স্বামী মোঃ হালিম (৪৮)কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।সরজমিন দেখা যায়, বানিয়াজুরী- ঘিওর সড়কের পাশে রাথুরা গ্রামের সেকেন্দার ভিলার তিনতলা ভবনের দোতলার একটি কক্ষের মেঝেতে ওই নারীর গলা কাটা রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। ঘিওর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। স্বজনদের আহাজারি ও এলাকাবাসী ভীড় করছেন বাড়িতে।

ঘিওর থানা পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে নিহতের স্বামী সেকেন্দার আলী স্থানীয় বানিয়াজুরী বাজারে যান। ঘন্টাখানেক পর বাড়ি ফিরে গিয়ে দেখেন মেঝেতে তার স্ত্রীর গলাকাটা লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে সকাল দশটার দিকে ঘটনাস্থলে পুলিশ ও ডিবি পুলিশ আসে।

নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল সাতটার দিকে কাঁচা বাজার করতে বাড়ি থেকে বের হন। সকাল আটটার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, কে বা কারা বাসায় প্রবেশ করে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে।

ঘিওর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সকাল পৌনে আটটার দিকে এক বা একাধিক দুর্বৃত্তরা সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা সাদিয়া চৌধুরী বলেন, ঘটনস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলমান আছে। আমাদের ঢাকা থেকে ফরেনসিক টিম আসছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

ট্যাগস :
জনপ্রিয়

শিবালয় অনুমোদনহীন হাসপাতালে প্রসূতি অস্ত্রোপচার, নবজাতকের মৃত্যু

ঘিওরে লায়লা আরজু (৬০) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আপডেট : ০৪:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

আকাশ চৌধুরী
আজ ১৫ জানুয়ারি ২০২৫ দুপুরে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।রাথুরা গ্রামের মোহাম্মদ সেকেন্দার আলীর স্ত্রী দুই সন্তানের জননী লায়লা আরজু। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। নিহতের এক ছেলে ও এক মেয়ে বিবাহিত এবং তারা ঢাকায় থাকেন।এঘটনার জন্য বাড়ির কাজের মহিলা একই গ্রামের সাইদা বেগম (৩৮) ও কাজের মহিলার স্বামী মোঃ হালিম (৪৮)কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।সরজমিন দেখা যায়, বানিয়াজুরী- ঘিওর সড়কের পাশে রাথুরা গ্রামের সেকেন্দার ভিলার তিনতলা ভবনের দোতলার একটি কক্ষের মেঝেতে ওই নারীর গলা কাটা রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। ঘিওর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। স্বজনদের আহাজারি ও এলাকাবাসী ভীড় করছেন বাড়িতে।

ঘিওর থানা পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে নিহতের স্বামী সেকেন্দার আলী স্থানীয় বানিয়াজুরী বাজারে যান। ঘন্টাখানেক পর বাড়ি ফিরে গিয়ে দেখেন মেঝেতে তার স্ত্রীর গলাকাটা লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে সকাল দশটার দিকে ঘটনাস্থলে পুলিশ ও ডিবি পুলিশ আসে।

নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল সাতটার দিকে কাঁচা বাজার করতে বাড়ি থেকে বের হন। সকাল আটটার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, কে বা কারা বাসায় প্রবেশ করে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে।

ঘিওর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সকাল পৌনে আটটার দিকে এক বা একাধিক দুর্বৃত্তরা সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা সাদিয়া চৌধুরী বলেন, ঘটনস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলমান আছে। আমাদের ঢাকা থেকে ফরেনসিক টিম আসছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে