মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
শিবালয়ে খাবারের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে গৃহকর্তার সর্বস্ব লুটে নেয়া চক্রের এক সদস্যকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে। ৯ জানুয়ারি ২০২৫ সকালে চোর মতিউর রহমান (২৭) কে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নে কয়ড়া গ্রামের মোঃ আলমগীর হোসেনের বাড়ির টিউবওয়েলের মধ্যে গত ৭ জানুয়ারী বিকেলে কে বা কারা নেশাজাতীয় চেতনানাশক ঔষুধ দিয়ে রাখে। আলমগীর খাবার খাওয়ার পর বাড়ির পাশে জমিতে কাজের সময় ঘুমে চোখ বন্ধ হয়ে আসে। বিষয়টি তার সন্দেহ হলে পরিবারের সকলে দ্রুত টক জাতীয় খাবার খায়।ঘটনাটি প্রতিবেশীদেরকে জানালে তারা রাতের বেলায় সজাগ থাকার সিদ্ধান্ত নেন। এরপর যে কথা সেই কাজ। বুধবার গভীর রাত আনুমানিক ১টায় তার ঘরের কেচি গেটের লক ভেঙ্গে চোর ঘরে প্রবেশ করে। আলমারিতে রাখা তিন হাজার টাকা চুরি করে। আলমগীর চোর চোর বলে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে মতিউর নামক চোরকে আটক করলেও বাকি চোর চক্রের বাকি দুই জন পালিয়ে যায়।এসময় বাড়ির পাশের জমিতে ফেলা রাখা একটি ব্যাগে স্ক্রু-ড্রাইভার, টিন কাটার, লোহা তোলার জামটিয়া, শেলাইরেঞ্জ ও তিন জোড়া জুতা পাওয়া যায়। আটক মতিউর, দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত-আক্কাস উদ্দিনের ছেলে। সে ঢাকা সাভার ব্যাংক কলোনি এলাকায় বাসা ভাড়া থাকে।
এ বিষয়ে শিবালয় থানা অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল-মামুন আকাশ বিডি নিউজ কে বলেন, আটক মতিউর চেতনানাশক ও নেশাজাতীয় দ্রব্য প্রয়োগসহ পরস্পর যোগসাজসে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে চুরি করার চেষ্টাকালে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেন। চোরকে থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালতের বিচারক তাকে জেল হাজতে পেরন করেন।