আকাশ চৌধুরী
আজ ২ সেপ্টেম্বর ২০২৪,
বাংলাদেশে ৫১ তম দল হিসাবে নির্বাচন কমিশন কর্তৃক গণঅধিকার পরিষদকে নিবন্ধন পাওয়ায়। গণঅধিকার পরিষদ
নিবন্ধন ও ট্রাক প্রতীক পাওয়ায় শিবালয় উপজেলার শাখার পক্ষ থেকে
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো: বেলাল হোসেন, সহকারী কমিশনার ভুমি এস এম ফয়েজ উদ্দিন, শিবালয় থানা অফিসার ইনচার্জ মামুন এর সাথে বাংলাদেশ গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের,, মানিকগঞ্জ জেলা ও শিবালয় উপজেলা শাখা নেতাদের সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিল
যুব অধিকার পরিষদের শিবালয় উপজেলার ( সভাপতি ) মোঃ শাকিল রানা, ভারপ্রাপ্ত ( সাধারণ সম্পাদক ) আজাদ পরামানিক, জেলার ( সহ সভাপতি ) রুহুল আমিন ও গণ অধিকার পরিষদ এর ( সহ সভাপতি) মুহাম্মদ মোল্লা, সহ নেতা কর্মী রা।
জানা গেছে ট্রাক মার্কায় নিবন্ধন পাওয়া ফুল নিয়ে শিবালয় থানা উপজেলা নির্বাহী অফিসার এসিল্যান্ড অফিসে গণ অধিকার পরিষদ সৌজন্য সাক্ষাৎ করেন।