আকাশ চৌধুরী
শিবালয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে আরিচা ৪নং ঘাট এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র্যালি ও আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, উপজেলা বিএনপি’র সভাপতি রহমত আলী ব্যাপারী লাভলু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান হাজী মো: আলাল উদ্দিন আলাল, উপজেলা যুবদলের আহবায়ক হোসেন আলী, সদস্য সচিব মো: সোহেল রানা, জাসাস উপজেলা সভাপতি আলী আশরাফ রাবুল, সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন বাদল, মহিলা দলের সভানেত্রী লুৎফর নাহার বেগম, শিবালয় ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা ইকবাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রমুখ অংশ নেন।