আকাশ চৌধুরী
শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কয়েকশ’ বছরের পুরনো খেলা লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে।
ঈদের দ্বিতীয় দিন আজ শুক্রবার ১২ এপ্রিল ২০২৪ প্রায় বিলুপ্তপ্রায় লাঠিবাড়ি খেলা উপভোগ করতে শিবালয় উপজেলাসহ আশপাশের উপজেলার হাজার-হাজার মানুষ উপস্থিত হন। খেলা দেখতে আসা উৎসুক মানুষের মধ্যে এসময় ছিলো উদ্দীপনা। বিশেষ করে, বয়স্ক নারী-পুরুষ উৎসাহ নিয়ে খেলা দেখতে আসেন।
উপজেলার অন্বয়পুর পপুলার স্পোটিং ক্লাবের উদ্যোগে এ লাঠি বাড়ি খেলার আয়োজন করা হয়। কুষ্টিয়া জেলার কুমার খালী উপজেলার বাঁধবাজার লাঠিয়াল বাহিনীর দুইটি দলের প্রায় ৫০জন লাঠি বাড়ি খেলায় অংশ নেন বলে জানান আয়োজকরা।
এ সময় অন্বয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ। খেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহীউদ্দিন।
এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, গোলাম মোস্তফা চৌধুরীসহ অন্যান্যরা।
শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান হাজী মো: আালাল উদ্দিন আলাল অনুষ্ঠানটি পরিচালনা করেন।