
আকাশ চৌধুরী
শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ছিনতাইয়ের ঘটনা ঘটে। দৈনিক অগ্রদূত মানিকগঞ্জ প্রতিনিধি মোঃরাজিব হোসেন ও তার ছোট ভাই মোঃ রাবিব মোল্লাকে পিতা মোঃ হাসেম আলী শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়েছে।
৩০ মার্চ ২০২৫ রাত ১২টার দিকে মার্কেট করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সাংবাদিক রাজীব ও তার ছোট ভাই। হামলার সময় রাজির জানান তার কাছে ১৪ হাজার ও তার ছোট ভাইয়ের কাছে ছিল ৯ হাজার টাকা, ছোট ভাইয়ের হাতের স্বর্ণের একটা আংটি ও ছিল, দৈনিক অগ্রদূত প্রতিনিধি রাজীব হোসেনের হাতে ৮ টি সেলাই ও তার ছোট ভাইয়ের শরীরের ছয় জায়গায় ৩২ টা সেলাই দিতে হয়।
হামলা কারিদের মধ্যে উপস্থিত ছিলেন গ্ৰাম চালিতা বাড়ী ইউপি শিমুলিয়া থানা শিবালয় জেলা তালিকা যারা ছিলেন ১!মো মিন্টু মিয়া পিতা মৃত তরো বেপারী ২! মোঃ বাদশা বেপারী পিতা মৃত ওসিমদ্দিন গ্ৰাম দিয়ালই ইউ নালী থানা ঘিওর জেলা মানিকগঞ্জ ৩! আলমগীর হোসেন সহ ৮ – ৯ জনের একটা সঙ্গবদ্ধ গ্যাং পূর্বপরিকল্পিতভাবে হামলা করার অভিযোগ।
শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল হোসেন বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, অভিযোগ ও হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে।